মার্কিন সমর্থন সত্ত্বেও ইসরাইলের পতন অনিবার্য: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i120020-মার্কিন_সমর্থন_সত্ত্বেও_ইসরাইলের_পতন_অনিবার্য_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যসম্ভাবী এবং মার্কিন সমর্থন তার অনিবার্য ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যসম্ভাবী এবং মার্কিন সমর্থন তার অনিবার্য ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। 

সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিড সতর্ক করেন যে, কয়েক মাসের মধ্যে ইসরাইল সরকারের পতন হবে। এর একদিন পর আজ বৃহস্পতিবার নাসের কানয়ানি কয়েকটি টুইট বার্তায় এই মন্তব্য করেন। 
যেসব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সেসব দেশকে সতর্ক করে কানয়ানি বলেন, ইসরাইলি শাসকরা তাদের বিনিয়োগের জন্য লাভজনক হবে না। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপে এসব দেশ কেবল পুঁজিই হারাবে না বরং নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটাবে।
তিনি বলেন, আমেরিকা ইসরাইলের প্রধান কৌশলগত মিত্র হওয়ার কারণে ইসরাইলকে সমর্থন অব্যাহত রাখতে পারে এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্য অন্যান্য দেশকে চাপ দিতে পারে, তবে তাতে ইসরাইলি শাসনের ক্ষয় এবং চূড়ান্ত পতন রোধ করা যাবে না।
গতকাল বুধবার ইসরাইলি পার্লামেন্টে বক্তৃতার সময় ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিড তেল আবিবের শাসনের ভাঙন সম্পর্কে সতর্ক করার পরে কানয়ানি এই মন্তব্য করলেন। লাপিড বলেছেন, "ছয় মাসে যখন ইসরাইলি অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে, আধা বছর পর যখন ইসরাইল ভেঙে পড়তে শুরু করবে, তখন ঘৃণা এর সমাজকে টুকরো টুকরো করবে।"#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।