ইরানের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে বিশাল সামরিক মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i120208-ইরানের_দুই_তৃতীয়াংশ_এলাকাজুড়ে_বিশাল_সামরিক_মহড়া_শুরু
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৩:৪৭ Asia/Dhaka
  • আমির ফারাজপুর
    আমির ফারাজপুর

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে।

এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ এই সামরিক মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়া চলছে ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চল জুড়ে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে এই মহড়া শুরু হয়।

সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। কল্পিত শত্রুর অবস্থানে হামলার মহড়া চালানো হবে বলে তিনি জানান।

এছাড়া, নিরাপদ ও বহু স্তর বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং দেশের সমন্বিত আকাশপ্রতিরক্ষা নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। মহড়ার সময় কোন ধরনের হুমকির সৃষ্টি হলে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়া যায় সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়।

জেনারেল ফারাজপুর জানান, মহড়ার এলাকায় বিভিন্ন ধরনের নজরদারি মিশন পরিচালনা করবে। এছাড়া কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে সক্রিয় এবং নিষ্ক্রিয় রাডার সিস্টেম থাকবে যা ইলেক্ট্রো-অপটিকাল মনিটরিং করতে সক্ষম।

ইরানের এ শীর্ষ পর্যায়ের জেনারেল জানান, যত রকমের ডিটেকশন, রেকোনাইসেন্স, ইন্টারসেপশন এবং মিসাইল সিস্টেম মোতায়েন করা হচ্ছে তার সবই ইরানে তৈরি এবং ইরানের বিশেষজ্ঞরা এগুলো উৎপাদন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।