আমেরিকার ভুল হিসাব নিকাশের জন্য পরমাণু সমঝোতার এই অবস্থা
(last modified Wed, 01 Mar 2023 08:37:04 GMT )
মার্চ ০১, ২০২৩ ১৪:৩৭ Asia/Dhaka
  • জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমেরিকার ভুল হিসাব নিকাশ দায়ী। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) এক উচ্চ পর্যায়ের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, ওয়াশিংটন যে নীতি অনুসরণ করছে তাতে এই অচলাবস্থা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। পরমাণু সমঝোতার বিষয়ে ভবিষ্যতে কোনো আলোচনায় যেতে হলে আমেরিকার ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে আমেরিকা যে পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে তা পুনর্বহাল করতে হলে সামান্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শেষ করলেই চলে। পূর্বশর্ত ছাড়া শুধুমাত্র সদিচ্ছা এবং প্রতিশ্রুতি থাকলেই পরমাণু সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপ নেয়া সম্ভব। এ বিষয়ে আমেরিকার সদিচ্ছা যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আমেরিকা যদি সে পথে এগিয়ে যায় তাহলে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১