ওমান সাগরে ইরান, চীন এবং রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i120746-ওমান_সাগরে_ইরান_চীন_এবং_রাশিয়ার_যৌথ_নৌ_মহড়া_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৫, ২০২৩ ২০:২০ Asia/Dhaka
  • ওমান সাগরে ইরান, চীন এবং রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ই মার্চ থেকে মহড়া শুরু হয়েছে এবং ১৯ মার্চ পর্যন্ত তা চলবে। বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের বাস্তব সহযোগিতা অনেক বেশি গভীর হবে।

মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন এবং ইয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া, চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে। এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫