সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সৈন্য মোতায়েন করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i120998-সিরিয়া_সরকারের_অনুরোধে_দেশটিতে_সৈন্য_মোতায়েন_করেছে_ইরান
ইরান বলেছে, দেশটির সৈন্যরা সিরিয়ায় সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছে; আমেরিকার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যায়নি। তেহরান আরো বলেছে, ইরানি সৈন্যরা সিরিয়ার বৈধ সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশটিতে গেলেও আমেরিকা দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ায় সেনা মোতায়েন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৩ ১৪:৩২ Asia/Dhaka
  • কামাল খাররাজি
    কামাল খাররাজি

ইরান বলেছে, দেশটির সৈন্যরা সিরিয়ায় সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছে; আমেরিকার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যায়নি। তেহরান আরো বলেছে, ইরানি সৈন্যরা সিরিয়ার বৈধ সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশটিতে গেলেও আমেরিকা দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ায় সেনা মোতায়েন করেছে।

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি এসব কথা বলেছেন। ইরানি সৈন্যদের কবে সিরিয়া থেকে প্রত্যাহার করা হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। খাররাজি বলেন, ইরানি সৈন্যদের মোতায়েন রাখার বিষয়টি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যত পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সাইয়্যেদ কামাল খাররাজি সিরিয়া সফর শেষে লেবাননে গিয়ে গতকাল বৈরুতে এক বৈঠকে এসব কথা বলেন। সিরিয়া সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ায় মোতায়েন ইরানি সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো ইসরাইলি অপরাধযজ্ঞকে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হলে দেশটির সরকারের অনুরোধে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠাতে শুরু করে। ২০১৭ সালে ইরানের সহযোগিতায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে (দায়েশ) পরাজিত করতে সক্ষম হয় দামেস্ক।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।