বিপ্লব পরবর্তী প্রজন্ম বিচিত্র ষড়যন্ত্র সত্ত্বেও পথ খুঁজে পেয়েছে: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i122506-বিপ্লব_পরবর্তী_প্রজন্ম_বিচিত্র_ষড়যন্ত্র_সত্ত্বেও_পথ_খুঁজে_পেয়েছে_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট বলেছেন: বিপ্লবের কল্যাণে আজ ইসলামী বিপ্লব বিজয় পরবর্তী প্রজন্ম তাদের শত্রু-মিত্রকে চিনতে পেরছে। সকল ষড়যন্ত্র সত্ত্বেও তারা তাদের পথ খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৮, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্ট বলেছেন: বিপ্লবের কল্যাণে আজ ইসলামী বিপ্লব বিজয় পরবর্তী প্রজন্ম তাদের শত্রু-মিত্রকে চিনতে পেরছে। সকল ষড়যন্ত্র সত্ত্বেও তারা তাদের পথ খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গতকাল সকালে দ্বিতীয় পর্যায়ের প্রাদেশিক সফরে খুজিস্তান পৌঁছেছেন। দক্ষিণ খুজিস্তান প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও ইমাম এবং গভর্নর তাঁকে ডেজফুল বিমানবন্দরে স্বাগত জানান।

খুজিস্তান প্রদেশ সফরে রায়িসি

ইরান প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট আজ খুজিস্তানের শদগান এলাকায় এক জনসমাবেশে বক্তব্য রাখেন। পবিত্র প্রতিরক্ষা-শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই সমাবেশে তিনি বলেন: শহীদদের রক্তের রঙ ম্লান হতে পারে কিন্তু তাদের কীর্তি এবং তার বরকত সবসময় জারি আছে। রায়িসি আরও বলেন: এই এলাকার অন্যতম প্রয়োজনীয়তা হলো নিরাপত্তা। নিরাপত্তাহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইরানের প্রেসিডেন্ট জনগণের ঐক্য ও সংহতির প্রতি ইঙ্গিত করে বলেন: আমাদের উচিত এই ঐক্য ও সংহতির প্রশংসা করা। এই প্রদেশের জাতিগোষ্ঠীর মধ্যকার ঐক্য দৃষ্টান্তমূলক। আমাদের এই ঐক্য বিনষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।