ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ ৩/৪ গুণ বেড়েছে: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/iran-i122584-ইরান_থেকে_ইরাকে_গ্যাস_সরবরাহ_৩_৪_গুণ_বেড়েছে_রিপোর্ট
বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২৩ ১১:০৫ Asia/Dhaka
  • ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ
    ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ

বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মিটস বলেছে, ইরাকের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যবহার করার জন্য দেশটি ইরানের কাছ থেকে গ্যাস আমদানি করে। চলতি মাসে প্রতিদিন ৩০-৪০ মিলিয়ন ঘনমিটার গ্যাস ইরান থেকে আমদানি করেছে ইরাক ।

ইরাকের রাষ্ট্রীয় বিদুৎ উৎপাদন কোম্পানির মহাপরিচালক আলী আহমাদ বলেছেন, চলতি এপ্রিলে ইরান থেকে ইরাকে গ্যাস আমদানি ৩/৪ গুণ বেড়েছে।

ইরাকে প্রচণ্ড উষ্ণ আবহাওয়ার কারণে মানুষ যখন শীতল থাকার জন্য  শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করছে তখন বিদ্যুৎ উৎপাদন খাতে ইরানি গ্যাসের আমদানি বৃদ্ধির খবর এল।

ইরাকের বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত জ্বালানীর জন্য দেশটি ব্যাপকভাবে ইরানের ওপর নির্ভরশীল।বাগদাদ ইরানি তেল ও গ্যাস আমদানি করার জন্য এ পর্যন্ত বেশ কয়েকবার মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।