ইসরাইলের ইরানবিরোধী নাশকতার দায় আমেরিকাকে নিতে হবে: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i122824
ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৬, ২০২৩ ০৮:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের ইরানবিরোধী নাশকতার দায় আমেরিকাকে নিতে হবে: তেহরান

ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে শামখানি ওই টুইটার বার্তা প্রকাশ করেন। সুলিভান বৃহস্পতিবার তার ভাষায় দাবি করেছিলেন, ইরানের ‘পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে’ বাধা দিতে ইসরাইল ‘যেকোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে স্বাধীন’ এবং সে ধরনের পদক্ষেপ নিলে ইসরাইলের পাশে থাকবে ওয়াশিংটন। 

ইরান বারবার বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার কথা বলে আসলেও আমেরিকা ও তার মিত্ররা দাবি করে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়।

জ্যাক সুলিভানের বক্তব্যের জবাব দিতে গিয়ে আলী শামখানি তার টুইটার পোস্টে লিখেছেন, আমেরিকার এই স্বীকারোক্তি প্রমাণ করে যে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরাইলের সব ধরনের সন্ত্রাসী তৎপরতার দায় আমেরিকাকে সমানভাবে নিতে হবে। আর সেক্ষেত্রে ইরান পাল্টা যে ব্যবস্থা নেবে তার দায়ভারও ওয়াশিংটনকে বহন করতে হবে।

ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এছাড়া, তেল আবিব ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতাও চালিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সরাসরি সামরিক হামলারও হুমকি দিয়েছে তেল আবিব। সে হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িাসি গত সপ্তাহে বলেছেন, ইহুদিবাদীরা হামলার মতো কোনো ভুল করে বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তেই ইসরাইল ধ্বংস হয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৬