রেডিও তেহরানের এপ্রিল-২০২৩-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
(last modified Sat, 06 May 2023 08:23:40 GMT )
মে ০৬, ২০২৩ ১৪:২৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের এপ্রিল-২০২৩-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২৩ সালের এপ্রিল মাসের ফল ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট, সোস্যাল মিডিয়ায় রেডিও তেহরানের পক্ষে তৎপরতার ভিত্তিতে এপ্রিল মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কোচ বিহার জেলার শীতলকুচির শ্রোতা সহিদুল ইসলাম। বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুকে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬