ইরানি নৌবহরের পানামা খাল পার হওয়া ঠেকাতে পারেনি আমেরিকা
(last modified Sun, 14 May 2023 08:15:38 GMT )
মে ১৪, ২০২৩ ১৪:১৫ Asia/Dhaka
  • শাহারাম ইরানি
    শাহারাম ইরানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, সম্প্রতি ইরানের একটি নৌবহর পানামা খাল অতিক্রম করেছে কিন্তু আমেরিকা তা ঠেকাতে পারেনি।

তিনি বলেন, বিশ্ব বলদর্পী মার্কিন সরকার ইরানের নৌবহরকে আটকানোর জন্য হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু তারা তাতে সফল হয়নি।

শাহরাম ইরানি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা এখন গলাবাজি ছাড়া আর কিছুই নয়। তারা এখন পানামা খালেই ইরানের জাহাজ বহরের গতিরোধ করতে পারে না। এটি বড় শয়তানদের জন্য বিরাট চপেটাঘাত।
ইরানের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো ৮৬তম নৌবহর দীর্ঘ সমুদ্রযাত্রায় বিশ্ব পরিভ্রমণ করেছে এবং কোনো দেশের কোনো রকমের সহযোগিতা ছাড়াই ভারত মহাসাগর, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পরিভ্রমণ করেছে। এই জাহাজ বহরে দিনা এবং মাকরান যুদ্ধজাহাজ ছিল।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর নৌবহরটি সমুদ্রযাত্রা করে এবং ২৩৬ দিনের অভিযান শেষে তারা ওমানের সালালাহ বন্দরে নোঙর ফেলেছে। এই নৌবহরটি ৬৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আরো ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ইরানের বন্দর আব্বাসে পৌঁছাবে।#
পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।