চলতি বছর ইরানের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৭ গিগাওয়াট
https://parstoday.ir/bn/news/iran-i123464-চলতি_বছর_ইরানের_বিদ্যুৎ_উৎপাদন_বেড়েছে_৭_গিগাওয়াট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে যে পরিমাণে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার চেয়ে বর্তমানে সাত গিগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২৩ ১৩:০৮ Asia/Dhaka
  • চলতি বছর ইরানের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৭ গিগাওয়াট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে যে পরিমাণে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার চেয়ে বর্তমানে সাত গিগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কম্বাইন্ড সাইকেল সিস্টেমসহ ইরান নতুন করে ৫.২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতো থার্মাল প্লান্ট স্থাপন করেছে। কম্বাইন্ড সাইকেল সিস্টেম যুক্ত করার কারণে স্বাভাবিক গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায় তার চেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এই ব্যবস্থায়। ২০২১ সালের আগস্ট মাস থেকে এই ব্যবস্থা যুক্ত হয়েছে।

এর পাশাপাশি ইরানের বিদ্যমান থার্মাল প্ল্যান্ট এবং নবায়নযোগ্য জ্বালানি সাথে ১.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে।
এছাড়া, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইরানে আরো কিছু ছোটখাটো বিদ্যুৎকেন্দ্র থেকে দশমিক ২৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

১০ লাখ মানুষ বসবাস করে এমন শহরের জন্য ১ গিগাওয়াট বিদ্যুৎ প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিদিন ৯০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তবে এ মুহূর্তে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার মতো বিভিন্ন কেন্দ্র চালু রয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাভানির জানিয়েছে, চলতি গ্রীষ্মে গত বছরের চেয়ে দশ গিগাওয়াট বিদ্যুতের চাহিদা বেশি বেড়েছে।#
পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।