আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i123684-আগামী_১০০_বছর_নিশ্চিন্তে_তেল_গ্যাস_উত্তোলন_করব_ইরান
ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০২৩ ১৮:৫০ Asia/Dhaka
  • মোহসেন খোজাস্তে মেহের
    মোহসেন খোজাস্তে মেহের

ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।

তিনি গতকাল (শুক্রবার) ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।

গতকালের অনুষ্ঠানে জাতীয় তেল কোম্পানির প্রধান আরও বলেন, 'বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ' বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব।'

তিনি বলেন, নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।

খোজাস্তে মেহের আরও বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানে গ্যাস খাতে উন্নয়নের ৭৩ শতাংশই ইসলামি বিপ্লবের পর হয়েছে বলে জানান খোজাস্তে মেহের।

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।