জুন ০৭, ২০২৩ ০৮:৩২ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন হুমকি, যুদ্ধ সক্ষমতা আরো বাড়ানোর ঘোষণা তেহরানের

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে সামরিক হুমকি দেয়ার পর তেহরান বলেছে, তারা এর জবাবে যুদ্ধ-ক্ষমতা বাড়াবে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (মঙ্গলবার) বলেন, "অন্য দেশের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে শক্তি প্রয়োগের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বিশেষ করে জাতিসংঘ সনদের লঙ্ঘন।"

তিনি আরো বলেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের অধিকার ও নিরাপত্তা রক্ষা করার জন্য যুদ্ধক্ষমতা বাড়াতে মোটেই দ্বিধাবোধ করবে না।"
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদিবাদী লবি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের বার্ষিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উসকানিমূলক বক্তব্য দেয়ার পর নাসের কানয়ানি এসব কথা বললেন।

আইপ্যাকের সম্মেলনে অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করেন যে, ইরান অন্যদেশে ‘আগ্রাসন রপ্তানি’ করছে এবং পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগের পর ব্লিংকেন আগের মতোই হুমকি দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সব পথ আমেরিকার জন্য খোলা রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এসব অভিযোগকে ভিগিহীন বলে উড়িয়ে দেন নাসের কানয়ানি। তিনি বলেন, আমেরিকার এইসব অভিযোগকে ইরান হস্তক্ষেপমূলক বলে মনে করে। পরমাণু বোমা তৈরি প্রসঙ্গে ইরানি মুখপাত্র বলেন, ধর্মীয় কিংবা নৈতিক কোনো দিক দিয়ে ইরান পরমাণু বোমা তৈরি বা ব্যবহারকে গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে বেআইনি ও পরাজিত নীতি অনুসরণ না করার পরামর্শ দেন।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ