স্বাধীনচেতা দেশগুলো একটি নয়া বিশ্বব্যবস্থা গড়ে তুলছে: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i124392-স্বাধীনচেতা_দেশগুলো_একটি_নয়া_বিশ্বব্যবস্থা_গড়ে_তুলছে_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোকে নিয়ে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠছে। দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে কিছু দেশের প্রতিরোধ উল্লেখযোগ্য মাত্রায় সাফল্য দিতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০২৩ ০৯:৪৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি ও  নিকোলাস মাদুরো
    প্রেসিডেন্ট রায়িসি ও নিকোলাস মাদুরো

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোকে নিয়ে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠছে। দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে কিছু দেশের প্রতিরোধ উল্লেখযোগ্য মাত্রায় সাফল্য দিতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

ভেনিজুয়েলা সফররত রায়িসি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাজধানী কারাকাসে ইরান ও ভেনিজুয়েলার পদস্থ কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে বক্তব্য রাখছিলেন। স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৈঠকে উপস্থিত ছিলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনিজুয়েলা নিজেদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছে। তবে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে হলে দু’দেশের মধ্যে অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

প্রেসিডেন্ট রায়িসির চলতি সফলে দু’দেশ ২৫টি চুক্তি সই করেছে। তেহরান ও কারাকাস আপাতত তাদের বাণিজ্যিক লেনদেন এক হাজার কোটি ডলারে এবং পরবর্তীতে ২০ হাজার ডলারে উন্নীত করারও সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, প্রযুক্তি-প্রকৌশল সেবা রপ্তানি এবং কৃষি ও খনিজ পণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইরানের সক্ষমতা রয়েছে। তিনি বলেন, ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছে। দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এবং তাদের আরোপিত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরান এ সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ ভেনিজুয়েলার সঙ্গে এসব মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট রায়িসি মঙ্গলবার রাতে নিকারাগুয়ার উদ্দেশ্যে ভেনিজুয়েলা ত্যাগ করেছেন। ল্যাতিন আমেরিকার তিন দেশে পাঁচ দিনের সফরের শেষ পর্যায়ে তিনি কিউবা যাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/‌এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।