তেহরান পৌঁছেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকাত মিরযিয়াইভ আজ (রোববার) ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আমন্ত্রণে তিনি তেহরান সফর করছেন। তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ মন্ত্রী আব্বাস আলী আবাদি।
পরে তেহরানে সা'দাবাদ প্রাসাদে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এই সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এই সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি উজবেকিস্তান সফর করেন।
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর উজবেকিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় ইরান এবং পরের বছর ১৯৯২ সালের ১০ মে থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।