ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে মুসলমানদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i154106-ফিলিস্তিনের_ঐতিহ্যবাহী_ইব্রাহিমি_মসজিদে_মুসলমানদের_ঢুকতে_দিচ্ছে_না_ইসরায়েল
পার্সটুডে- ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল খলিল (হেবরন) শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের একটি ধর্মীয় উৎসব উদ্‌যাপন করছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৬, ২০২৫ ২০:২০ Asia/Dhaka
  • ইব্রাহিমি মসজিদ
    ইব্রাহিমি মসজিদ

পার্সটুডে- ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল খলিল (হেবরন) শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের একটি ধর্মীয় উৎসব উদ্‌যাপন করছে।

এই অজুহাতে আল খলিল বা হেবরনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সূত্রগুলো এই তথ্য জানিয়েছে।

আল-খলিলের বাসিন্দা আরেফ জাবের সংবাদমাধ্যম আনাদোলুকে বলেছেন, গত শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা হেবরনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে রেখেছেন।

আরেফ জাবের আরও বলেন, ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিতে কাউকে ঢুকতে বা সেখান থেকে  কাউকে বের হতে দিচ্ছে না। ফলে সেখানকার বাসিন্দা অনেক ফিলিস্তিনি নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না। বাধ্য হয়ে আল খলিল বা হেবরনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা। পাশাপাশি এই এলাকা থেকে কেউ বেরও হতে পারছেন না।

জাবের আরও বলেন, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েক শ ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। হেবরনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উসকানিমূলক স্লোগান দেওয়া হয়।

জাবেরের আশঙ্কা, ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিমি মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করতে চাইছে। এ চেষ্টার অংশ হিসেবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।