শহীদ পরিবারের এক সদস্যের বিয়ে পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i124652-শহীদ_পরিবারের_এক_সদস্যের_বিয়ে_পড়ালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) এক শহীদের বোনের বিয়ে পড়িয়েছেন। হজরত আলী (আ.) ও হজরত ফাতিমা (সা. আ.)'র বিয়ে বার্ষিকী উপলক্ষে তিনি শহীদ পরিবারের ঐ সদস্যের বিয়ে পড়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৩ ২১:১৫ Asia/Dhaka
  • শহীদ পরিবারের এক সদস্যের বিয়ে পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) এক শহীদের বোনের বিয়ে পড়িয়েছেন। হজরত আলী (আ.) ও হজরত ফাতিমা (সা. আ.)'র বিয়ে বার্ষিকী উপলক্ষে তিনি শহীদ পরিবারের ঐ সদস্যের বিয়ে পড়ান।

এ সময় তিনি বলেন, নব দম্পতির জন্য দোয়া করছি তাদের দাম্পত্য জীবন যাতে আনন্দময় হয়। তিনি আরও বলেন, দোয়া করি তারা যাতে পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে এবং সততার সঙ্গে সুখ-স্বাচ্ছদ্যে জীবন অতিবাহিত করতে পারে। 

শহীদ পরিবারের পক্ষ থেকে বিয়ে পড়ানোর অনুরোধ করার পর সর্বোচ্চ নেতা তাতে রাজি হন এবং ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে তাদের বিয়ের আয়োজন করা হয়।

আংটি উপহার দিচ্ছেন সর্বোচ্চ নেতা

 

সর্বোচ্চ নেতার দোয়ার মাধ্যমে এই বন্ধনের সূচনা হওয়ায় নবদম্পতি সন্তোষ প্রকাশ করেন এবং সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানান।

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।