সাগরে সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ইরান ও পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i124738-সাগরে_সন্ত্রাসবাদ_মোকাবেলায়_একসঙ্গে_কাজ_করবে_ইরান_ও_পাকিস্তান
সাগরে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে। এ তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২৩ ১৫:৪৯ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

সাগরে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে। এ তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

পাকিস্তানের নৌবাহিনীর প্রধানের আমন্ত্রণে সম্প্রতি সেদেশ সফর করেছেন ইরানের এই কমান্ডার। তিনি এই সফর প্রসঙ্গে বলেছেন, 'পাকিস্তানের সঙ্গে নানা ইস্যুতে আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় পাকিস্তান।'

দুই দেশ দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ কর্মসূচিসহ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করবে বলে তিনি জানিয়েছেন।
শাহরাম ইরানি আরও বলেছেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এর আগেও সহযোগিতা ছিল। যৌথ নৌ মহড়াও চালানো হয়েছে। 

ইরান ও পাকিস্তান হচ্ছে দু'টি মুসলিম প্রতিবেশী দেশ। এই দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা দিন দিন বাড়ছে। দুই দেশের নেতা ও কর্মকর্তাদের বৈঠক ও মতবিনিময়ের ঘটনাও আগের চেয়ে বেড়েছে।#   

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।