আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
‘ককেশাস অঞ্চলের দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে ইরান’
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর ভৌগলিক অখণ্ডতা ও ঐতিহাসিক সীমান্তরেখার প্রতি তেহরানের সমর্থন রয়েছে। তিনি আরো বলেছেন, ইরান ককেশাস অঞ্চলে যেকোনো ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের বিরোধী।
তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ককেশাস অঞ্চলে যেকোনো ভূরাজনৈতিক পরিবর্তন বা পশ্চিমা সামরিক উপস্থিতির বিরোধী।কারণ, পশ্চিমা সেনা উপস্থিতি সমস্যার কোনো সমাধান করবে না বরং নতুন নতুন সমস্যা তৈরি করবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার দেশ সুপ্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক উন্নয়ন করার যে নীতি গ্রহণ করেছে তার আলোকে দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় তেহরান।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আর্মেনিয়া ও আজারবাইজানকে পরস্পরের ভৌগলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, দু’দেশের সীমান্তকে নিরাপত্তা ইস্যু বানিয়ে যুদ্ধ করার পরিবর্তে এই সীমান্তকে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার হাতিয়ারে পরিণত করা উচিত।
ফোনালাপে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আজাবাইজানের সঙ্গে তার দেশের শান্তি আলোচনা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসিকে অবহিত করেন। পরস্পরের সম্মতিতে দু’দেশের মধ্যকার অভিন্ন সীমান্ত চূড়ান্ত করা, ছিটমহলগুলো নিয়ে বিরোধের অবসান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটানো হচ্ছে ওই শান্তি আলোচনার মূল লক্ষ্য।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭