দামাভান্দ-টু ডেস্ট্রয়ারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসাবে ইরান
(last modified Mon, 03 Jul 2023 12:21:17 GMT )
জুলাই ০৩, ২০২৩ ১৮:২১ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি দামাভান্দ-২ ডেস্ট্রয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

দামাভান্দ-২ ডেস্ট্রয়ারটি খুব শিগগিরই দেশের নৌ বাহিনীতে যুক্ত হবে।ইরানি নৌবাহিনীর কমান্ডার আজ (সোমবার) বলেন, নতুন এই ডেস্ট্রয়ারে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক দুই ধরনের অস্ত্রই বসানো হবে।

তিনি জানান, দামভান্দ-২ ডেস্ট্রয়ারে যত অস্ত্র মোতায়েন করা হবে তার সবই অত্যাধুনিক অস্ত্র হবে।শাহরাম ইরানি দাবি করেন, নতুন এই ডেস্ট্রয়ারটি নজরদারি এবং যুদ্ধ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে সর্বাধুনিক হবে।

এর পাশাপাশি ইরানের সমস্ত ডেস্ট্রয়ারে সময়ের ব্যবধানে সর্বাধুনিক মডেলের সব অস্ত্র মোতায়েন করা হবে।ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বিরাট সাফল্য লাভ করেছে। ইরানি কর্মকর্তারা বলে আসছেন, সামরিক খাতে তেহরান এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।