ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125336-ইউক্রেনকে_গুচ্ছবোমা_দেয়ার_মার্কিন_সিদ্ধান্তের_তীব্র_নিন্দা_জানাল_ইরান
ইউক্রেনকে অত্যাধুনিক গুচ্ছ বোমা সরবরাহ করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে ইউক্রেন যুদ্ধকে আরো বেশি জটিল ও দীর্ঘায়িত করতে চায় নিষিদ্ধ গুচ্ছবোমা সরবরাহ করার ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২৩ ১৮:৩৮ Asia/Dhaka
  • ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান

ইউক্রেনকে অত্যাধুনিক গুচ্ছ বোমা সরবরাহ করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে ইউক্রেন যুদ্ধকে আরো বেশি জটিল ও দীর্ঘায়িত করতে চায় নিষিদ্ধ গুচ্ছবোমা সরবরাহ করার ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে।

গত শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথার সত্যতা নিশ্চিত করেন যে, ওয়াশিংটন ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত অনুমোদন করার পর সুলিভান সেকথা ঘোষণা করেন।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (রোববার) এক টুইটার বার্তায় বলেন, ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করার সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে ইউক্রেন যুদ্ধকে আরো বেশি জটিল ও দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।  তিনি আরো বলেন, এ ঘটনায় একথাও প্রমাণ হয়েছে যে, আমেরিকা বিশ্বের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চায়। ইউক্রেনে এই অস্ত্র পাঠানো হলে তা নির্বিচারে আরো বেশি রক্ত ঝরাবে এবং আরো বেশি ধ্বংসযজ্ঞ বয়ে আনবে বলেও মন্তব্য করেন কানয়ানি। #

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।