বিশ্ব যুব ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার অভিনন্দন
https://parstoday.ir/bn/news/iran-i125648-বিশ্ব_যুব_ভলিবলে_চ্যাম্পিয়ন_হওয়ায়_ইরানের_সর্বোচ্চ_নেতার_অভিনন্দন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুব ভলিবল দল অনূর্ধ্ব ২১ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৭, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুব ভলিবল দল অনূর্ধ্ব ২১ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি আজ (সোমবার) এক বার্তায় বলেছেন- 'যুব ভলিবলের প্রিয় চ্যাম্পিয়নেরা, আপনারা ভালো খেলে ইরানি জাতিকে আনন্দিত করেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'

এর আগে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরানি ভলিবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইরানের বিজয়ী দল

গতকাল (রোববার) বাহরাইনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ইরান প্রতিদ্বন্দ্বী ইতালিকে পরাজিত করে।

অনূর্ধ্ব ২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ইরান দুইবার শিরোপা জিতল। এছাড়া, ২০০৭ সালে ইরানের দলটি ব্রোঞ্জ পদক পেয়েছিল।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।