সুইডেনের নিন্দা জানানোই যথেষ্ট নয়, অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i125882-সুইডেনের_নিন্দা_জানানোই_যথেষ্ট_নয়_অপরাধীকে_বিচারের_আওতায়_আনতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র কুরআনের অবমাননার বিষয়ে সুইডেন সরকারের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননার ব্যাপারে স্টকহোম যে নিন্দা জানিয়েছে তা মোটেই যথেষ্ট নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২৩ ১০:২১ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র কুরআনের অবমাননার বিষয়ে সুইডেন সরকারের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননার ব্যাপারে স্টকহোম যে নিন্দা জানিয়েছে তা মোটেই যথেষ্ট নয়।

পবিত্র এই ঐশী গ্রন্থ অবমাননার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন তিনি।গতকাল (শনিবার) প্রেসিডেন্ট রায়িসি এক বিবৃতিতে সুইডেন সরকারের সমালোচনা করেন।

সুইডেনে আশ্রয় গ্রহণকারী সালওয়ান মোমিকা নামে এক ইরাকি নাগরিক বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননা করে। এর আগে জুন মাসেও ওই ব্যক্তি একই কাজ করেছিল। এরপর ইরানের প্রেসিডেন্ট এই বিবৃতি দিলেন।

তিনি বলেন, সুইডেন থেকে ইরানের রাষ্ট্রদূত ফিরিয়ে আনা হবে এবং সুইডেন থেকে নতুন রাষ্ট্রদূত ইরান গ্রহণ করবে না। এ বিষয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে বিবৃতিতে জানান প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।