তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তথ্য
২০২২ সালে তেল রপ্তানি খাতে ইরানের আয় ৬৭% বেড়েছে: ওপেক
ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত বছরে তেল রপ্তানি খাতে তেহরানের বৈদেশিক মুদ্রা আয় ৬৭% বেড়েছে বলে খবর দিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।
সংস্থাটির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থাগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২২ সালে ইরান তেল রপ্তানি করে ৪২.৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল মাত্র ২৫.৫ বিলিয়ন ডলার। ওপেকের পরিসংখ্যান বলছে, এর আগে ২০২০ ও ২০১৯ সালে ইরান যথাক্রমে ৭.৯ বিলিয়ন ও ১৯.৪ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছিল।
২০২২ সালে এমন সময় ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেল যখন তেহরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ওই নিষেধাজ্ঞার ভিত্তিতে ইরানের কাছ থেকে তেল ক্রয়কারী দেশ বা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন।
২০১৮ সালে যখন মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে তখন তেলখাতে ইরানের আয় ৬০.৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। তৎকালীন মার্কিন প্রশাসনের পাশাপাশি বর্তমান বাইডেন সরকারও ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নিয়ে আসার হুমকি দিয়েছিল। কিন্তু তাদের সে হুমকি যে বাস্তবায়িত হয়নি তা ওপেকের পরিসংখ্যান থেকে স্পষ্ট হলো। #
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।