ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র; সক্ষমতা বাড়ল কয়েক গুণ
https://parstoday.ir/bn/news/iran-i125990-ইরানের_সেনাবাহিনীতে_যুক্ত_হলো_আবু_মাহদি_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_সক্ষমতা_বাড়ল_কয়েক_গুণ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ১৫:২৩ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে।

আজ (মঙ্গলবার) সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র 'আবু মাহদি' যুক্ত হয়েছে।

এই অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধে শত্রুকে মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল। 

 

তিনি আরও বলেন, আবু মাহদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায় তেমনি উপকূলীয় যেকোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়। 

আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।# 

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।