দেইলামান: ইরানের গিলান প্রদেশের একটি স্বপ্নময় এলাকা
https://parstoday.ir/bn/news/iran-i126480-দেইলামান_ইরানের_গিলান_প্রদেশের_একটি_স্বপ্নময়_এলাকা
ইরানের গিলান প্রদেশে এবং লাহিজানের কাছাকাছি একটি স্বপ্নময় অঞ্চল দেইলামান। এই জায়গাটিতে মনোমুদ্ধকর দৃশ্য, তরতাজা বাতাস এবং সুন্দর প্রাকৃতিক আকর্ষণ রয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১০:৪৭ Asia/Dhaka
  • দেইলামান: ইরানের গিলান প্রদেশের একটি স্বপ্নময় এলাকা

ইরানের গিলান প্রদেশে এবং লাহিজানের কাছাকাছি একটি স্বপ্নময় অঞ্চল দেইলামান। এই জায়গাটিতে মনোমুদ্ধকর দৃশ্য, তরতাজা বাতাস এবং সুন্দর প্রাকৃতিক আকর্ষণ রয়েছে।

ইরানের উত্তরাঞ্চলীয় দেইলামানের জলবায়ু মৃদু। পাহাড়ের পাদদেশে সবুজ ঘাস, নানারকম ফুল ও পাতাবাহারে সজ্জিত এলাকাটিতে প্রতিবছর অসংখ্য পর্যটক ভ্রমণ করেন।