সিরিয়ার সামরিক বাসে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাল ইরান
(last modified Sun, 13 Aug 2023 04:36:58 GMT )
আগস্ট ১৩, ২০২৩ ১০:৩৬ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে দেশটির সেনা সদস্যদের বহনকারী বাসে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবারের ওই হামলায় সিরিয়ার ৩৩ সৈন্য নিহত ও ১১ সেনা সদস্য আহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করতে সাম্প্রতিক সময়ে সেদেশে তৎপরতা সন্ত্রাসীদের প্রতি গোয়েন্দা, নিরাপত্তা ও রসদ সাহায্য বাড়িয়ে দেয়া হয়েছে।

কানয়ানি আরো বলেন, সিরিয়ায় এমন সময় আইএস জঙ্গিদের নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করা হচ্ছে যখন ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় আগ্রাসী হামলা জোরদার করেছে। এই দু’টি বিষয়ের মধ্যে যোগসাজশ ও সমন্বয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সিরিয়ার কথিত অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের একটি মরু সড়ক দিয়ে যাওয়ার সময় সেনা সদস্যদের বহনকারী একটি বাস থামায় আইএস জঙ্গিরা। এরপর তারা বাসটি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ