ভারত ও ইরানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান
(last modified Thu, 17 Aug 2023 04:14:51 GMT )
আগস্ট ১৭, ২০২৩ ১০:১৪ Asia/Dhaka
  • ভারত ও ইরানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান

তেহরান ও নয়াদিল্লির মধ্যে অর্থনৈতিক লেনদেন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ। তিনি বলেছেন, ভারত ও ইরানের মধ্যে বন্ধুত্বের যে গভীরতা রয়েছে বর্তমান অর্থনৈতিক সহযোগিতায় তার মাত্রা প্রতিফলিত হয়নি।

ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতের স্বাধীনতার ৭৬তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন এই ভারতীয় কূটনীতিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাকেরি কানি উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ বলেন, দীর্ঘকাল ধরে ইরান ও ভারত পরস্পরের বন্ধু এবং বহু বছর ধরে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রয়েছে।

তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বলেন, এই সমস্ত যোগাযোগ আমাদের সম্পর্কের উষ্ণতা এবং আমাদের সহযোগিতাকে আরও বিস্তৃত ও গভীর করার যৌথ আকাঙ্ক্ষাকে পুনর্ব্যক্ত করছে।

রুদ্র গৌরব শ্রেষ্ঠ আরো বলেন, ভারত ও ইরান উভয়ই একটি বিষয়ে একমত যে, দু’দেশের উষ্ণ সম্পর্কের প্রতিফলন বর্তমান অর্থনৈতিক সহযোগিতায় পাওয়া যাচ্ছে না। এর কারণও সবার কাছে স্পষ্ট। তিনি বলেন, “আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে এবং তাতে আরও বৈচিত্র্য আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেন, ইরান ও ভারতের মধ্যে বিস্তৃত এবং বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় বরং দুই দেশের সহযোগিতা এই অঞ্চলকে স্থিতিশীলতা ও নিরাপত্তার দিকে নিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।