আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধান ও বাংলা বিভাগের পরিচালককে সম্মাননা স্মারক উপহার
-
ড. আহমাদ নওরোজিকে ক্রেস্ট প্রদান করেন হাসান নওরোজি ও মুজতাবা ইব্রাহিমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান এবং ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমাদ নওরোজিকে সম্মাননা স্মারক উপহার দিয়েছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

আজ (সোমবার) এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক হিসেবে একটি দৃষ্টিনন্দন ক্রেস্ট তুলে দেন আইআরআইবি'র ভারতীয় উপমহাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক হাসান নওরোজি, বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমি এবং বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও আইআরআইবি ফ্যান ক্লাবের প্রধান সমন্বয়ক মুহাম্মদ আশরাফুর রহমান।
এসময় ড. নওরোজি আইআরআইবি ফ্যান ক্লাবের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্লাব কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি রেডিও তেহরান বাংলা বিভাগের কার্যক্রমেরও ভূয়সী প্রশংসা করেন।

পরে বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমিকেও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি প্রদান করেন সাবেক পরিচালক ড. সোহেল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমির হোসেন, নাসির মাহমুদ, মো. রেজওয়ান হোসেন ও মুহাম্মদ আশরাফুর রহমান।

উল্লেখ্য, আশরাফুর রহমান বাংলাদেশ সফরকালে গত ৭ জুলাই রংপুর শহরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আইআরআইবি ফ্যান ক্লাবের রংপুর বিভাগীয় শাখার উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের অতিথিদের পাশাপাশি নবগঠিত ক্লাব কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ ও সাধারণ সম্পাদক আবু তাহের আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধান ড. আহমাদ নওরোজি ও বাংলা বিভাগের প্রধান মুজতাবা ইব্রাহিমিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদানের ঘোষণা দেন। বাংলা বিভাগের সাংবাদিক আশরাফুর রহমান গত ২৮ জুলাই ক্রেস্ট দু'টি ইরানে নিয়ে আসেন যা আজ হস্তান্তর করা হলো।#
পার্সটুডে/এমএআর/২১