আগস্ট ২৩, ২০২৩ ১৮:৪৬ Asia/Dhaka
  • কাদের রাহিমজাদে
    কাদের রাহিমজাদে

ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার কাদের রাহিমজাদে বলেছেন, ইরানের আকাশসীমায় ন্যূনতম আগ্রাসনেরও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আগ্রাসীদের ধরাশায়ী করবে।

পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

কাদের রাহিমজাদে বলেন, ইরানের আকাশসীমা হচ্ছে সশস্ত্র বাহিনীর রেড লাইন। সারা দেশে সমন্বিত প্রক্রিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশসীমা পর্যবেক্ষণ করা হচ্ছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য আকাশকে নিরাপদ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোটা পশ্চিম এশিয়ায় ইরানের কৌশলগত অবস্থান নিশ্চিত করেছে। আকাশ প্রতিরক্ষা বাহিনীর দিন-রাতের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে নিরাপদ আকাশ।

ইরানের সশস্ত্র বাহিনী এখন বিভিন্ন ধরণের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ