‘পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান’
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ হবে না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ হবে না বলে ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি। ইরানের উত্তরাঞ্চলীয় দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যখন উত্তেজনা বেড়েছে তখন একথা জানালেন আশতিয়ানি।
তিনি গতকাল (বুধবার) তেহরানে মন্ত্রিপরিষদের এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন, “ককেশাস অঞ্চলে কোনো যুদ্ধ হবে না।” ককেশাস অঞ্চলের ভূরাজনীতির ব্যাপারে তেহরানের অবস্থান ‘স্পষ্ট ও স্বচ্ছ’ বলে মন্তব্য করেন জেনারেল আশতিয়ানি। তিনি বলেন, “আমরা আঞ্চলিক ভূরাজনীতিতে কোনো পরিবর্তনকে সমর্থন করি না।”
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা আজারবাইজান-আর্মেনিয়া পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি; আমাদের পর্যবেক্ষণ বলছে, ককেশাস অঞ্চলে কোনো যুদ্ধ বা নাটকীয় পরিবর্তন হতে যাচ্ছে না।”
এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছিলেন, ককেশাস অঞ্চলে যাতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে সেজন্য বাকু ও ইয়েরেভানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে তেহরান। তিনি বলেন, আর্মেনিয়া আজারবাইজানের পক্ষ থেকে একটি হামলার আশঙ্কা করছে; তবে বাকু আমাদের এই বলে আশ্বস্ত করেছে যে, আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই।
২০২০ সালের শেষদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।