তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i128420-তেহরানে_নিযুক্ত_সুইস_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ‘ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্যা অফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস এদেশে মার্কিন স্বার্থ দেখাশুনা করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ০৯:৫৩ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ‘ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্যা অফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস এদেশে মার্কিন স্বার্থ দেখাশুনা করে।

গত মঙ্গলবার নিউ ইয়র্কে আমেরিকা ও পিজিসিসি এক যৌথ বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

সেইসঙ্গে বিবৃতিতে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাদের ভাষায় ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে’ এমন পদক্ষেপ নেয়া থেকে বিরতি থাকতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সুইস চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের অভ্যন্তরীণ বিষয় আমেরিকা ও পিজিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান যেকোনো বহিঃশক্তির সম্ভাব্য আগ্রাসন থেকে নিজের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করবে। ইরান নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখন যে কৌশল প্রয়োজন তখন তাই গ্রহণ করবে বলে বিবৃতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।