ধর্মীয় নেতা, বিচারক, আইআরজিসি সদস্যদের ধারাবাহিক হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করেছে ইরান
(last modified Fri, 29 Sep 2023 08:20:49 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৪:২০ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব
    ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন, তার দেশ বেশ কয়েকজন সুন্নি আলেম, বিচারক এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যদের ধারাবাহিক হত্যার একটি ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

ইসমাইল খাতিব গতকাল (বৃহস্পতিবার) পবিত্র নগরী মাশহাদে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। তিনি বলেন,"৩০ সেপ্টেম্বর বাস্তবায়নের জন্য যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তা দেশে "জাতিগত ও ধর্মীয় বিভাজনে ইন্ধন দেয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়।”

গোয়েন্দামন্ত্রী বলেন, শত্রুরা দেশের পূর্ব সীমান্তকে নিরাপত্তাহীনতায় জর্জরিত করার চেষ্টা করছে। এজন্য তিনি ওই অঞ্চলের শিয়া ও সুন্নি আলেমদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

গোয়েন্দা মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করার পরে এই মন্তব্য এলা। এর আগে ইরান জানিয়েছে, দেশের গোয়েন্দারা রাজধানী তেহরানে "একযোগে ৩০টি স্থানে বিস্ফোরণ" ঘটানোর একটি চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

এ সংক্রান্ত বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ২৮ জন সন্ত্রাসীকে এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে যারা শহরের "জনবহুল স্থানগুলো" লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র করেছিল।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ