আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত ইরান
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত রয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরমান গ্রিগুরিয়ানের সঙ্গে বৈঠকে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, দক্ষিণ ককেশীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির একটা প্রভাব গোটা অঞ্চলের ওপরই পড়ে। এখানে চলমান উত্তেজনাকর পরিস্থিতি আর্মেনিয়া ও আজারবাইজানসহ কোনো আঞ্চলিক দেশের জন্যই মঙ্গলজনক নয়।
বাকেরি বলেন, বিরোধ ও উত্তেজনা নিরসনের জন্য চেষ্টা চালাতে হবে। ইরান তা নিরসনে সহযোগিতা করতে প্রস্তুত আছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, এই অঞ্চলের বাইরের কোনো সেনাবাহিনী যদি এখানে উপস্থিত হয় তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে যাবে না।
আর্মেনিয়ার ভূখণ্ডে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক মহড়া প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলে নয়া বিদেশি শক্তির উপস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতা ও জটিলতাকে আরও বাড়িয়ে তুলবে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।