প্রথমবারের মতো ড্রোন থেকে হামলা চালিয়ে ড্রোন ধ্বংস করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i128946-প্রথমবারের_মতো_ড্রোন_থেকে_হামলা_চালিয়ে_ড্রোন_ধ্বংস_করল_ইরান
ইরানের বিশাল এলাকাজুড়ে গত দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশযুদ্ধের কসরত প্রদর্শন করা হয় যেখানে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়। এই প্রথম ইরানে একটি ড্রোন থেকে হামলা চালিয়ে আরেকটি ড্রোন ধ্বংস করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০২৩ ০৯:৩৯ Asia/Dhaka
  • প্রথমবারের মতো ড্রোন থেকে হামলা চালিয়ে ড্রোন ধ্বংস করল ইরান

ইরানের বিশাল এলাকাজুড়ে গত দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশযুদ্ধের কসরত প্রদর্শন করা হয় যেখানে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়। এই প্রথম ইরানে একটি ড্রোন থেকে হামলা চালিয়ে আরেকটি ড্রোন ধ্বংস করা হলো।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি-ফার্দ বুধবার এ খবর জানিয়ে বলেছেন, বিশ্বে আর মাত্র একটি বা দু’টি দেশ এই অত্যাধুনিক ও অত্যন্ত জটিল অভিযান পরিচালনা করার সক্ষমতা রাখে।ইরানের সীমান্তবর্ত সাতটি প্রদেশে অনুষ্ঠিত এ মহড়ায় ইরানের সশস্ত্র বাহিনীর চারটি ডিভিশন অংশ নেয়।

এদিকে এ মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো সফলভাবে সকল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। একথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর যৌথ মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ।

তিনি গতকাল (বুধবার) বলেছেন, মহড়ায় রাডার-বিধ্বংসী ‘ওমিদ’ ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে হামলা চালাতে সক্ষম হয়েছে। এছাড়া, ‘অরাশ’ কামিকাজে ড্রোন সফলভাবে ভূমি ও সাগরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মহড়ায় ইরানের ড্রোনগুলো স্মার্ট বোমা ব্যবহার করেছে বলেও জানান জেনারেল শেইখ।

তিনি বলেন, “মহড়ায় কামিকাজে ও যুদ্ধ ড্রোনগুলো স্মার্ট বোমা দিয়ে পূর্ব পরিকল্পিত সকল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।”

মহড়ার মুখপাত্র আরো বলেন, মহড়ার অন্যান্য কার্যসূচির মধ্যে ছিল একটি পূর্ব পরিকল্পিত ফ্লাইট কর্মসূচি বাস্তবায়ন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা, ড্রোনে স্থাপিত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলোর ব্যবহার, সিগন্যাল গ্রহণ এবং অপটিক্যাল গোলাবারুদ ব্যবহার।

জেনারেল শেইখ বলেন, মহড়ায় ভূমি, ভূগর্ভ এবং সাগরের ঘাঁটিগুলো থেকে একসঙ্গে অসংখ্য ড্রোন আকাশে উড্ডয়ন করে একটি নজিরবিহীন দৃশ্যের অবতারণা করে। মহড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রোন পরিচালনা করা হয় যা ড্রোন চালনার ক্ষেত্রে ইরানের সেনাবাহিনীর একটি উদ্ভাবনী পদক্ষেপ।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।