সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলো ইরান ও সৌদি আরব
https://parstoday.ir/bn/news/iran-i129022-সহযোগিতা_জোরদারের_ওপর_গুরুত্বারোপ_করলো_ইরান_ও_সৌদি_আরব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ অর্থনৈতিক ও পর্যটন খাতসহ দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ২০:২৭ Asia/Dhaka
  • সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলো ইরান ও সৌদি আরব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ অর্থনৈতিক ও পর্যটন খাতসহ দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপে দুই মন্ত্রী পারস্পরিক সহযোগিতা জোরদারের এ আহ্বান জানান। এসময় তারা অভিন্ন নানা ক্ষেত্রে মতবিনিময় করেন।

গত রাতের টেলিফোন সংলাপের সময় তারা বলেন, দু দেশের মধ্যকার সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। তবে দুই মন্ত্রী অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়ানোর ওপর জোর দেন

টেলিফোন সংলাপে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দু দেশের মধ্যকার সম্পর্ক জোর যার করার পথে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন।

গত ১৮ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।