অচিরেই সকল মুসলিম জাতি আল-আকসা মসজিদে সমবেত হবে: রায়িসি
(last modified Mon, 09 Oct 2023 08:22:06 GMT )
অক্টোবর ০৯, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • অচিরেই সকল মুসলিম জাতি আল-আকসা মসজিদে সমবেত হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের ‘দৃঢ় সংকল্প’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ বহন করছে। তিনি গতকাল (রোববার) ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও সহযোগী সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে এক নজিরবিহীন অভিযান শুরু করার একদিন পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন ইরানের প্রেসিডেন্ট।ওই অভিযানে এ পর্যন্ত অন্তত ৭০০ দখলদার ইসরাইলি নিহত ও প্রায় আড়াই হাজার আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ৭৫০ ইসরাইলি। ইসরাইলে ঢুকে পড়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখনও বিভিন্ন স্থানে ইহুদিবাদী বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

ইসমাইল হানিয়াকে ফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের মহিমান্বিত অভিযানে যা ঘটেছে তা হলো ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর ৭০ বছরের পুরনো প্রত্যাশার বাস্তবায়ন। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন সকল মুসলিম জাতি একসঙ্গে তাদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করবে।

ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের বীরোচিত অভিযানের প্রশংসা করে বলেন, মুসলিম দেশগুলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়কে সম্মান করে।

ফোনালাপে ইসমাইল হানিয়া ইসরাইল বিরোধী প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসরায়েলের তুলনায় অতি সামান্য সামরিক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালিয়ে ইসরাইল সরকারের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। হামাস নেতা বলেন, মুসলিম উম্মাহর বিশেষ করে ইরানের পৃষ্ঠপোষকতা নিয়ে এই সফল অভিযান পরিচালনা  করা হয়েছে।

জিয়াদ আন-নাখালার সঙ্গে ফোনালাপ

রোববার ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালার সঙ্গেও ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ধ্বংসের দিকে এবং ফিলিস্তিনি সংগ্রামীরা বিজয়ের দিকে ধাবিত হচ্ছে। ইরান সব সময় স্বাধীনতাকামী জাতিগুলো বিশেষ করে ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে বলে নাখালাকে আশ্বস্ত করেন ইরানের প্রেসিডেন্ট।

ফোনালাপে ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ইরানের সরকার ও জনগণ বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানান জিহাদ নেতা নাখালা। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রতিরোধ যোদ্ধাদের বিজয় অবশ্যম্ভাবী।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।