দক্ষিণ উপকূল জুড়ে ইরানি কোস্টগার্ডের বিশাল মহড়া
(last modified Wed, 11 Oct 2023 12:17:56 GMT )
অক্টোবর ১১, ২০২৩ ১৮:১৭ Asia/Dhaka
  • দক্ষিণ উপকূল জুড়ে ইরানি কোস্টগার্ডের বিশাল মহড়া

ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোস্ট গার্ড বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের বিরাট এলাকা জুড়ে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে।

আজ (বুধবার) ইরানের বন্দর আব্বাস শহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহড়ার উদ্বোধন করা হয়। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে রাসূলুল্লাহ (স)-২। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান-সহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ডের এ মহড়ায় ইরানের সিস্তান-বালুচিস্তান, বুশেহর এবং হরমুজগান প্রদেশের নৌ ইউনিট যোগ দেয়। অনুষ্ঠানে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারজি বলেন, দেশের কোস্টগার্ড বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় সাধনের লক্ষ্য নিয়ে এই মহড়া শুরু করা হয়েছে। এ মহড়ার মাধ্যমে ইরানের কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টাও থাকবে বলে জানান জেনারেল গুদারজি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

 

 

ট্যাগ