নভেম্বর ১৭, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • আবু তোরাবিফার্দ
    আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আবু তোরাবিফার্দ বলেছেন, পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্বে সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আবু তোরাবিফার্দ আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। আর গাজা হচ্ছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইহুদিবাদী ইসরাইল গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সমর্থন ও সহযোগিতায় তারা এটা করছে।

আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকার ও জাতির মধ্যে বন্ধনকে শক্তিশালী করে। আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ