ইরানের একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/iran-i132120
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক জেলায় একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছে। আজ (শুক্রবার) খুব ভোরে এই হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৭:০১ Asia/Dhaka
  • ইরানের একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক জেলায় একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছে। আজ (শুক্রবার) খুব ভোরে এই হামলার ঘটনা ঘটেছে।

প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেছেন, সন্ত্রাসীরা ভোর দুইটায়  জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে। আহত ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

পাকিস্তান ভিত্তিক তথাকথিত জইশ-আল-আদল সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মির আহমাদি বলেছেন, সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন দিক থেকে থানায় হামলা শুরু করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় দুই সন্ত্রাসী নিহত এবং একজন আহত হয়েছে। আহত সন্ত্রাসী পুলিশের হেফাজতে রয়েছে। বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। সন্ত্রাসীদের ধরতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

এই সন্ত্রাসী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এবং কয়েক জনকে অপহরণ করেছে। সামরিক-বেসামরিক মানুষকে তারা টার্গেট করছে।

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।#  

পার্সটুডে/এসেএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।