“আমাদের কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেব, তোমরা অপেক্ষা কর”
https://parstoday.ir/bn/news/iran-i132640-আমাদের_কমান্ডারকে_হত্যার_প্রতিশোধ_নেব_তোমরা_অপেক্ষা_কর
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ায় ইরানের যে সিনিয়র সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে তার উপযুক্ত জবাব দেবে তেহরান। তিনি অঙ্গীকার করে বলেন, ইরান এই হত্যার বদলা বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থানে নেবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৩ ২০:২১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ
    ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ায় ইরানের যে সিনিয়র সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে তার উপযুক্ত জবাব দেবে তেহরান। তিনি অঙ্গীকার করে বলেন, ইরান এই হত্যার বদলা বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থানে নেবে।

আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই অঙ্গীকার ব্যক্ত করেন জেনারেল রামেজান শরীফ। গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় আইআরজিসি’র শীর্ষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে শহীদ করে ইসরাইলের সন্ত্রাসী সেনারা।

জেনারেলের রামেজান শরীফ আরো বলেন, ব্রিগেডিয়ার মুসাভির শাহাদাতের কারণে ইহুদিবাদী ইসরাইল-বিরোধী লড়াইয়ের মিশনে কোনো বাধা সৃষ্টি হবে না। আইআরজিসি’র মুখপাত্র আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যে লাগাতারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দখলদার ইসরাইল এ সমস্ত ঘটনার মধ্যদিয়ে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলেছে তার বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ নেয়া উচিত।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।