জানুয়ারি ০৩, ২০২৪ ১৯:২২ Asia/Dhaka

আজ ৩ জানুয়ারি। ২০২০ সালের এই দিনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী সেনাদের ড্রোন হামলায় শাহাদাতবরণ করেছিলেন।

আজ গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন, লেবাননের হিজবুল্লাহ যেভাবে ইসরাইলকে ব্যস্ত রেখেছে, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা যেভাবে দখলদার মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছেন এবং ইয়েমেনের হুথি যোদ্ধারা যেভাবে গাজার সমর্থনে জিহাদ করছেন- এক কথায় গোটা মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধ অক্ষ গড়ে উঠেছে তা পুনরুজ্জীবিত করার পেছনে জেনারেল সোলায়মানির ভূমিকা অনস্বীকার্য। তার চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে তৈরি করা এই ভিডিওতে জেনারেল সোলায়মানির কিছু অবদান তুলে ধরা হলো।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ