বেইজিংয়ের প্রাসাদ জাদুঘরে চলছে ‘প্রাচীন ইরানের ঐশ্বর্য’ প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i133290-বেইজিংয়ের_প্রাসাদ_জাদুঘরে_চলছে_প্রাচীন_ইরানের_ঐশ্বর্য’_প্রদর্শনী
ইরান প্রেস নিউজ এজেন্সি জানায়, ইরানের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির পরিচায়ক ওই প্রদর্শনীটি গত বৃহস্পতিবার বেইজিং প্যালেস জাদুঘরে উদ্বোধন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka

ইরান প্রেস নিউজ এজেন্সি জানায়, ইরানের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির পরিচায়ক ওই প্রদর্শনীটি গত বৃহস্পতিবার বেইজিং প্যালেস জাদুঘরে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের পর্যটন মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের উপ-পরিচালক আলি দারাবি, চীনের সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের প্রধান লি চুন। এপ্রিল ২০২৪ পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। 

ইতিহাস প্রেমিরা ওই প্রদর্শনী দেখে ইরানের সভ্যতা এবং সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে  নিবীড়ভাবে পরিচিত হতে পারবেন।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।