সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে ২ সন্ত্রাসীকে আটক করলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i134206-সিস্তান_বালুচিস্তান_প্রদেশ_থেকে_২_সন্ত্রাসীকে_আটক_করলো_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং কথিত আনসারুল ফুরকানের দুই সদস্যকে আটক করা হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ২১:৩৭ Asia/Dhaka
  • পুলিশ মুখপাত্র জেনারেল সাঈদ মুনতাজের আল-মাহদি
    পুলিশ মুখপাত্র জেনারেল সাঈদ মুনতাজের আল-মাহদি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং কথিত আনসারুল ফুরকানের দুই সদস্যকে আটক করা হয়েছে। 

পুলিশ মুখপাত্র জেনারেল সাঈদ মুনতাজের আল-মাহদি আজ (মঙ্গলবার) জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় খুবই জটিল এবং কৌশলগত অপারেশন চালিয়ে এই দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

জেনারেল সাঈদ মুনতাজের বলেন, সন্ত্রাসী চক্রের সদস্যরা দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা করছিল কিন্তু তারা সেই হামলা বাস্তবায়ন করার আগেই তাদেরকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। 

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে বহুবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ইরানের বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর উপর মাঝেমধ্যেই হামলা চালায়। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয় এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সীমান্ত অনেকটাই নিরাপদ রাখতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।