ইরানের প্রেসিডেন্ট রায়িসির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান
(last modified Thu, 08 Feb 2024 12:50:22 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৮:৫০ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও সৌদি রাষ্ট্রদূত (ডানে)
    ইরানি পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও সৌদি রাষ্ট্রদূত (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে একটি বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সউদ। ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় এই বার্তা পৌঁছে দেন।

গাজা পরিস্থিতিতে প্রেসিডেন্ট রায়িসি সৌদি রাজার কাছে এর আগে যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাবে এই বার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইরানের ৪৫তম বিপ্লব বার্ষিকীতে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান দুদেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশা করেন, দু'দেশের মধ্যকার এই সম্পর্ক সবক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখবে।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, রিয়াদ তেহরানের সাথে সম্পর্ককে ট্যাক্টিক্যাল নয় বরং স্ট্যাটেজিক হিসেবে দেখে। রাষ্ট্রদূত আনজি বলেন, সর্বক্ষেত্রে দু দেশের মধ্যকার সম্পর্ককে উন্নয়ন করাই হচ্ছে তার কাজ।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ