আবারো হাসপাতালে হামলা; ইসরাইলের অমানবিক কৌশল ব্যর্থ হবে: ইরান
(last modified Tue, 20 Feb 2024 13:12:48 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৯:১২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গাজার রাফায় অবস্থিত নাসের হাসপাতালে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হাসপাতালে হামলার পেছনে যে অজুহাত দাঁড় করানো হয়েছে তা ভিত্তিহীন। মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে আবারো হাসপাতালে হামলার মতো জঘন্য অন্যায় করেছে দখলদার বাহিনী।

তিনি আজ (মঙ্গলবার) আরও বলেন, আশ-শিফা হাসপাতাল ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের মিথ্যাচারের ইতিহাস বিশ্ববাসী ভুলে যায়নি। একই অজুহাত দাঁড় করানো হয়েছে নাসের হাসপাতালের বিষয়ে। দখলদার ইসরাইলের এই অমানবিক পন্থা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এর মধ্যদিয়ে ইসরাইলের ঘৃণ্য চেহারা আরও বেশি স্পষ্ট হবে।

হাসপাতালকে সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে ইসরাইলি বাহিনী ঐ হাসপাতালে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি হামলার ফলে এখন দেড়শ' রোগী মারাত্মক সংকটে রয়েছে। হাসপাতালের প্রায় ৭০ জন রোগীকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। গাজায় ইসরাইলের ১৩৭ দিনের নির্মম হামলায় এ পর্যন্ত ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।