দেশের অগ্রগতির জন্য শক্তিশালী, প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন
https://parstoday.ir/bn/news/iran-i135000-দেশের_অগ্রগতির_জন্য_শক্তিশালী_প্রাণবন্ত_নির্বাচন_অনুষ্ঠান_করুন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৫:৫৯ Asia/Dhaka
  • দেশের অগ্রগতির জন্য শক্তিশালী, প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দেশে যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের একদল প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় আজ (বুধবার) তিনি এসব কথা বলেন। আগামী ২ মার্চ শুক্রবার ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সর্বোচ্চ নেতা বলেন, "নির্বাচনে ভোট দিয়ে আমরা বিশ্বকে দেখাতে পারি যে, পুরো জাতি দেশের গুরুত্বপূর্ণ এবং বিশেষ দৃশ্যে উপস্থিত রয়েছে, আমরা দেশকে রক্ষা করেছি এবং এগিয়ে নিয়েছি।" 

২৯০টি আসনে নির্বাচনের জন্য এবার ১৫, হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১,৭১৩ জন নারী রয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮১৯

সংসদ নির্বাচনের পাশাপাশি ৮৮ আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন। আট বছরের জন্য বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত হয়।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।