ইরানে মোসাদের সন্ত্রাসীর ফাঁসি কার্যকর
(last modified Mon, 04 Mar 2024 09:25:57 GMT )
মার্চ ০৪, ২০২৪ ১৫:২৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার দায়ে ইসরাইলি গুপ্তচর সংস্থা বা মোসাদের একজন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০২৩ সালের ২৮ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট্ট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ঐ হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একটি ড্রোনে আঘাত হানা হয়েছে এবং অন্য দু'টি ড্রোনকে কৌশলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এরপর ঐ দু'টি ড্রোনও বিস্ফোরিত হয়েছে।

মোসাদের লোগো (বামে)

 

ইস্ফাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি এ সম্পর্কে বলেছেন, এই ব্যর্থ হামলার পর মোসাদের ঐ সন্ত্রাসী নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর ১৩ দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় ঐ সন্ত্রাসীকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে গতকাল (৩  মার্চ) মোসাদের ঐ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।#    

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ