টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানী গবেষকদের নয়া আবিষ্কার
টিউমার ক্যান্সার চিকিৎসায় ইরানী গবেষকরা নতুন ন্যানো ফর্মুলেশন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। ইঁদুরের ওপর পরিচালিত ওই ন্যানো ফর্মুলেশন পরীক্ষায় তাঁরা সাফল্য পেয়েছেন। ইরানের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সহায়তায় মাশহাদ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস ওই গুরুত্বপূর্ণ গবেষণা কাজটি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের ফ্যাকাল্টি মেম্বার মাহমুদরেজা জাফারির অধীনে ওই ই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়। টিউমার বহনকারী ইঁদুরের দেহের ভেতরে এবং বাইরে ওই পরীক্ষা চালিয়ে তারা সফল হয়।
মাহমুদ রেজা জাফারী এই নতুন উদ্ভাবনী সম্পর্কে বলেছেন: টিউমার ভেসেল এবং টিউমার কোষের কেমোথেরাপি ভাস্কুলার কোষগুলিকে ধ্বংস করে এবং টিউমারের পুষ্টি ও অক্সিজেনের উৎসগুলোকে ধ্বংস করে দেয়। এভাবে টিউমার কোষগুলোকে সরাসরি নির্মূল করার মাধ্যমে কেমোথেরাপির কার্যকারিতা বাড়াতে সহযোগিতা করতে পারে। ডক্সোরুবিসিন (ডক্স) একটি অ্যান্টি নিওপ্লাস্টিক যার টিউমার বিরোধী ব্যাপক কার্যকলাপ রয়েছে। এটি স্তন এবং ফুসফুসের ক্যান্সার সহ বহুরকম ক্যান্সারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।