‘যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা হবে’
(last modified Sun, 31 Mar 2024 09:35:47 GMT )
মার্চ ৩১, ২০২৪ ১৫:৩৫ Asia/Dhaka
  • ‘যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা হবে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ এবং দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল (শনিবার) দেয়া এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী এই অঙ্গীকার ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, আজকের এই দিন ইরানের ইতিহাসের গতিপথ বদলে দেয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদিনেই ইরানের জনগণ নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ এবং দেশের ওপর বিদেশী শক্তির আধিপত্য মুক্ত করার ব্যবস্থা করে। ইরানের শক্তিশালী ও জনসমর্থিত ইসলামী সরকার দেশের রাজনৈতিক স্বাধীনতা ও মুক্তির উপর জোর দিয়েছে যা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য রোল মডেলে পরিণত হয়েছে। ইরান এখন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য আশা জাগিয়ে তুলেছে যারা বিশেষ করে আমেরিকা, ব্রিটেন এবং তাদের আধিপত্য থেকে মুক্তি পেতে চায়।

সাম্রাজ্যবাদ-বিরোধী জাগরণ, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিরোধ ফন্ট গঠন এবং বড় শয়তান আমেরিকার পতন ও বিশ্বব্যাপী ইহুদিবাদী ইসরাইল বিরোধী চেতনার পুনর্জন্ম ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ার সুস্পষ্ট প্রমাণ।

১৯৭৯ সালের ৩০ এবং ৩১ মার্চ দুই দিনব্যাপী গণভোটের মাধ্যমে দেশের বৈধ ভোটারদের শতকরা ৯৮ দশমিক দুই ভাগ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেয়। ওই বছরের ফেব্রুয়ারি মাসে সফল হওয়া বিপ্লবের হাত ধরেই এদিন ইরানে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়।#

পার্সটুডে/এসআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।